55

Search This Blog

Monday, 8 April 2013

DVD/CD-ROM DRIVE হাইড করুন

বন্দ্ধুরা কেমন আছ? আশা করে ভাল আছ, আর ভাল থেক সব সময় কামনাও তাই। আজ তোমাদেরকে ছোট একটি TRICKS দেখাব, হাঁ বন্ধুরা আমরা
অনেকেই চাই যে কেও যেন আমার অনপস্তিতে আমার dvd/cd rom টি ব্যাবহার করতে না পারে, কারন আমরা সবাই জানি আমাদের pc এর dvd/cd rom টি
যত কম ব্যাবহার করা যায় ততই dvd/cd rom এর জন্য ভাল,

 কিন্তু আমরা চাইলেও ওটার ব্যাবহার কমাতে পারিনা, কারন আমি কম use করলে কি হবে
আমার অনপস্তিতে অন্য কেউ আমার dvd/cd rom টি use করে ফেলে, তাই এই সমস্যা সমাধানের জন্য ছোট্র একটি TRICKS করব আমরা।
প্রথমে my computer এর উপর right button ক্লিক করে manage এ ক্লিক করতে হবে, নিছের ছবিটা দেখ

manage এ ক্লিক করলে নিছের মত একটি window আসবে

এবার device manager এ ক্লিক করতে হবে, নিছের ছবিটা দেখ

এবার ডান পাশের DVD/CD-ROM drives এর পাশে যে (+) টি আছে ওটাতে ক্লিক কর, নিছের ছবিটা দেখ

(+) চিন্য তে ক্লিক করলে নিচের মত একটি ছবি আসবে

এবার লাল দাগ দিয়ে চিহ্নত করা স্থানে right button ক্লিক করে disable এ ক্লিক করতে হবে, নিচে দেখ

এবার যে window টি আসবে ওটাতে yes ক্লিক করলেই কাঙ্ক্ষিত dvd/cd rom টি disable হয়ে যাবে।
পরবর্তীতে যখন আবার dvd/cd rom টি ফিরিয়ে আনতে চাইব তখন শুধু disable এর জায়গায় enable করে দিলেই হবে।
বিঃ দ্রঃ disable জায়গায় ভুলে uninstall এ ক্লিক করবেনা কারন তখন নতুন করে os setup দিতে হতে পারে।।
তাহলে বন্ধুরা আজকের মত আল্লাহ হাফেজ, সবাই ভাল থেক, পরে আবার দেখা হবে।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com