55

Search This Blog

Saturday, 4 May 2013

USB পোর্ট ডিসএবল করুন regedit ছাড়া

আমার আজকের পোস্টটি নতুন নয়, কারন এর আগে এ নিয়ে আরো পোস্ট হইছিল। তবে হাঁ এর আগে যে সব পোস্ট হইছিল সেগুলো ছিল registry এডিট করে।
আর বুঝেনইত registry এডিট করে usb পোর্ট হাইড করা বা ডিসএবল করা কত ঝামেলা। যা মনে রাখা খুবই কঠিন।

একটি ট্রিক্স দেখে যদি মনে না রাখতে
পারি তাহলে আর লাভ কি? তাই আমি আজ আপনাদেরকে দেখাব কিভাবে খুব সহজে usb পোর্ট হাইড করা যায়, এবং মনে রাখাও খুব সহজ হয়।
তার জন্য প্রথমে my computer এর উপর রাইট বাটন ক্লিক করে manage এ ক্লিক করুন, তারপর device manager এ ক্লিক করুন। নিচে দেখুন………

এবার ডান পাশে একদম নিচে universal serial bus controllers এ ডাবল ক্লিক করুন। নিচে দেখুন…………………

এবার আপনি usb root hub নামে ৫ টি কলাম দেখতে পাবেন। নিচে দেখুন………………………

এখানে আপনি প্রত্যেকটি কলামের উপর রাইট বাটন ক্লিক করে disable এ ক্লিক করুন। একটি window আসলে yes এ ক্লিক করুন।
এভাবে পাঁচও কলামকে disable করে দিন। কম্পিউটার হয়ত restart হবে, কোন সমস্যা নেই। এবার আপনার pendrive বা usb কোন কিছু
লাগিয়ে দেখুন কোন কাজ করবেনা। আপনি যদি আবার usb পোর্ট ফিরিয়ে আনতে চান তাহলে শুধু disable এর জায়গায় enable করে দিন,
বাকি নিয়ম সব আগের মতই।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com