55

Search This Blog

Sunday, 23 June 2013

আপনার বন্ধুকে ভয় পাইয়ে দিন, না দেখলে পুরাই মিস।

আগেই বলে রাখি এটা কোন কাজের টিপস নয়। হুদাই ফান। আপনার কোন উপকারেও আসবেনা।
তারপরও যদি পোস্টটি পড়ে আপনার সময় নষ্ট হয় তার জন্য আমারে কোন গালি দিয়েননা, কারন আমি
আগেই বলে দিছি এটা কোন কাজের টিপস না,
শুধু একটু সময় নষ্ট করা আর কি!!
তবে আপনি মজা পাবেন এবং আপনার বন্ধুর বুকে ভয় ধরিয়ে দিতে পারবেন 100% (পার্সেনট)। 
কি ব্যাপার! এমনিতো আকামা পোস্ট তার উপর আবল তাবল বক বক করে আপনাদের সময়ও নষ্ট করছি।
যেভাবে আপনার বন্ধুকে ভয় পাইয়ে দিবেন…… প্রথমে আপনি আপনার বন্ধুর কম্পিউটারের পুরো ডেস্কটপের
একটি screen shot নিয়ে নিন, তার জন্য আপনি key board এর print screen sys Rq নামের key টি use
করতে পারেন, অথবা এই সফটওয়ারটি use করতে পারেন। screen shot টি কিভাবে নিবেন ওটা
আশা করি বলা লাগবেনা কারন এটা সবাই জানে। যাক এবার আসি পরের কথায়, screen shot টি
jpeg মুডে save করুন। তারপর এটাকে set as desktop background এ দিয়ে দিন, মানে screen shot টিকে
wallpaper হিসেবে সেট করে দিন। এবার আপনি মাউস এর রাইট বাটন ক্লিক করে view থেকে show desktop icons
এর টিক মার্কটি উঠিয়ে দিন। ব্যাস এবার দেখুন মজা, আপনার বন্ধুর যদি আগে থেকে এই ট্রিক্সটি জানা না থাকে
তাহলে আপনার বন্ধুর মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা, কারন তখন আর start menu ছাড়া হার্ড ডিস্কে ডুকা অসম্ভব।

আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইলে শুধু show desktop icons এর টিক মার্কটি পুনরায় দিয়ে দিন, ব্যাস কাজ শেষ।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
মাজা পাইলে জানাবেন কিন্তু………………………………………।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com