55

Search This Blog

Thursday, 4 July 2013

হার্ড ডিস্কে যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও হার্ড ডিস্ক ফুল দেখাচ্ছে, মেমরি ফুল দেখাচ্ছে, নিন সমাধান।

বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি।
আজেকে যে বিষয় নিয়ে লিখবো এতক্ষনে আশা করি বুঝে ফেলেছেন। বুঝে ফেলারই কথা, কারন আমি কোন শিরোনামটি ফুস্তু
ভাষায় লিখিনি। যাক গে, মুল কথায় আসি, শিরোনামে যা দেখতছেন, এই সমস্যাটিতে অনেকেই পড়ে থাকেন, বা অনেকেই এই
সমসসায় পড়েননি, যারা পড়েননি তাদেরকে বলবো টিপসটি সংগ্রহে রাখুন, বলাতো যায়না পিসি যেহেতু use করেন সমসসায়
যে কোন সময় পড়তেও পারেন!!!
আরে! শুধু বক বক করে যাচ্ছি, অথচ টিপসটিই এখনও শেয়ার করিনি...............
চলুন সমাধানের পথে যাই, my computer এ ঢুকুন, তারপর tools/folder option/view এ গিয়ে hide protected operating
system files (recommended) থেকে টিক চিহ্ন তুলে দিন, এবং show hidden files and folders অপশনটি নির্বাচিত করুন।
এখন যে ড্রাইভের জায়গা পূর্ণ হয়ে আছে সেখানে গিয়ে দেখুন system volume information নামের একটা ফোল্ডার পাবেন,
এইবার ঐ ফোল্ডারের ভিতর সবগুলো ফাইল মুছে ফেলুন, সাবধান ফোল্ডারটি মুছবেননা। এভাবে প্রতিটি ড্রাইভের ভিতরেই
উল্লেখিত ফোল্ডারটি পাবেন, এবং ফোল্ডারের ভিতরের সবগুলো ফাইল মুছে ফেলুন। ব্যাস এবার দেখুন আপনার হার্ড ডিস্ক খালি হয়ে গেছে।
কাজ শেষ হলে আবার tools/folder option/view এ গিয়ে hide protected operating system files (recommended)
টিক চিহ্ন দিয়ে সিস্টেম ফাইলগুলো পুনরায় লুকিয়ে ফেলুন।
আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ.......................................।
কারও যদি উপকারে আসে অবশ্যই জানাবেন!!!!!!!!!!!!!!!!!!

1 comment:

  1. system volume information নামের একটা ফোল্ডার ta open hoy na ki korbo akhn bolen,,ai prblem ta amr hosse..helppppppppp

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com