55

Search This Blog

Saturday, 27 July 2013

কম্পিউটার বন্ধ হতে দেরী হচ্ছে? নিন সমাধান। (কোন সফটওয়্যার ছাড়া)

বন্ধুরা কেমন আছেন? আশা করি ভাল আছেন। ভাবছেন ইদানীং খুব বেশি দেখা যাচ্ছে আমাকে তাই না! আসলে আমি এই কয়দিন
খুব ফ্রি আছি তাই আপনাদের সাথেও খুব বেশি দেখা হচ্ছে। যাক গে ওসব কথা, কাজের কথায় আসি, আমাদের অনেকেরই
এই সমস্যা হয়ে থাকে যে কম্পিউটার বন্ধ হতে অনেক দেরী বা সময় নিতে থাকে যা খুবি বিরক্তিকর। তাই আজ সমস্যাটি থেকে

মুক্তি নিতে পারেন আমার দেখানো ট্রিক্সটি অনুস্মরণ করে। মুলত সমস্যাটি হল কম্পিউটার অনেক্ষন চলতে চলতে windows কতগুলো
টেম্পোরারি ফাইল তৈরি করে এবং কম্পিউটার বন্ধ করার সময় সেগুলো মুছতে থাকে, তাই কম্পিউটার বন্ধ হওয়ার সময় দেরী করে।
এখন আপনি চাইলে এই দেরী হওয়াটা দূর করে দিতে পারেন, তার জন্য প্রথমে start menu থেকে run এ যান তারপর লিখুন regedit
এবং ok চাপুন, রেজিস্ট্রি এডিটর চালু হবে। এবার নিচের নিয়মটি অনুস্মরণ করুন। (মনে রাখবেন নিচে যা দেখানো হচ্ছে সবগুলো ডাবল
ক্লিক করে করে ওপেন করতে হবে)
HKEY_LOCAL_MACHINE/SYSTEM/ControlSet002/CONTROL/SessionManager/MemoryManagement
এবার ডান পাশে দেখুন, ClearPageFileAtShutdown নামের একটি অপশন আছে সেখানে ডাবল ক্লিক করুন এবং value data,
0 (জিরো) করে ok করুন যদি value data, 0 (জিরো) না থাকে। এবার কম্পিউটার রিস্টার্ট করুন।
ব্যাস কাজ শেষ, আশা করি আপনি আর ওই সমস্যায় পড়বেননা।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে কমেন্টস করবেন…………………

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com