55

Search This Blog

Friday, 2 August 2013

ধন্যবাদ নাও পেতে পারি, আবার পেতেও পারি!!

শুরুতেই জানিয়ে দিই যে আমার আজকের পোস্টটি "iPagol" ভাইকে উৎসর্গ করা হল। কারন আজকের পোস্টটি
সম্পূর্ণ উনারি। ipagol ভাইয়ের পরিচয় আশা করি দেওয়া লাগবেনা, তারপরও বলি, উনি হলেন টেকটিউনসের
একজন নিয়মিত টিউনার। কিছুদিন আগে উনি seo নিয়ে উনার একটি চেইন টিউনের সমাপ্ত করলেন। উনার টিউনগুলো

আমার এতই ভাল লাগলো যে তাই আপনাদের কাছে আবার সেই টিউনগুলোই নিয়ে আসলাম, তাইতো আমি "শিরোনামে"
বললাম ধন্যবাদ নাও পেতে পারি! তবে যদি  কৃপণতা না করে উদার মনে ধন্যবাদ জানান তাহলেও আশা করি
আপনাদের কিছুই কমবেনা। তা ছাড়া "শিরোনামে" আমি আবার পেতেও পারি বলেছি! কারন হল ipagol ভাইয়ের টিউনগুলো
আপনারা পড়তে হবে নেট কানেকশন রেখে, মানে নেট নেই আপনার পড়ার অধিকারও নেই, আবার নেট থাকলেও ঝামেলা,
আপনি বার বার উনার টিউনগুলো খুজতে হবে, খুজে আবার ব্রাউজারে ব্রাউজ করে করে পড়তে হবে, এক কথায় অনেক ঝামেলা।
কিন্তু আমি উনার সবগুলো টিউন একত্র করে একটি pdf ফাইল তৈরি করলাম, এবং আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে করে
আপনি নেট কানেকশন ছাড়াই একত্রে সবগুলো টিউন ঝামেলা মুক্ত ভাবে পড়তে পারবেন।
pdf ফাইলটি নিয়ে নিন এখান ক্লিক করে...। 
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন........................

1 comment:

  1. আসসালামুয়ালাইকুম! ভাই এর আগে সংবিধানের যে রার ফাইল্টা ডাউন লোড করলাম সেটা পরটে পারলাম না। যদি বলতেন রার ফাইল কিভাবে ওপেন করতে হয় তাহলে অনেক উপকার হত।
    ফেইছবুক লিঙ্ক ঃ- https://www.facebook.com/shahin.islam.14268

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com