55

Search This Blog

Thursday, 8 August 2013

উইন্ডোজ সেভেনে ডেট ফরমেট চেঞ্জ করে ফেলুন। (সিম্পল একটি টিপস)

আবারো চলে এলাম আপনাদের দরবারে, আশা করি ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে ভাল আছি তাই আবার টিউন করতে
বসলাম। দেখুনতো টাস্ক বারের মানে উইন্ডোজ সেভেনের নিচে টাস্ক বারের ডান পাশে তারিখটা কিভাবে দেখাচ্ছে?
সাধারনত আমরা যখন কোন তারিখ লিখতে যাই
তখন দিন, মাস, বছর এই ধারাবাহিকতায় লিখে থাকি, যেমন ধরুন
আমরা যদি ২০১৩ সালের আগস্ট মাসের ৪ তারিখ লিখতে যাই তাহলে... ৪/৮/২০১৩ এইভাবে।
কিন্তু উইন্ডোজ সেভেনে দেখুন, মাসকে আগে নিয়ে আসা হয়েছে, ৮/৪/২০১৩ এইভাবে। যেটা উইন সেভেনে ডিফল্ট ভাবে থাকে।
আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, তার জন্য আপনি ওই তারিখটার উপর ক্লিক করুন, নিচে দেখুন............

তারিখটার উপর ক্লিক করলে নিচের মত দেখবেন.....................

এবার আপনি change date and time settings এ ক্লিক করুন, নিচের মত দেখবেন...............

এবার আপনি change date and time... এ ক্লিক করুন, নিচের মত দেখবেন........................

এবার আপনি change calendar settings এ ক্লিক করুন, নিচের মত দেখবেন........................

এখান থেকে আপনি dd-MMM-yy সিলেক্ট করে দিয়ে ok করুন, এবং এতক্ষনে যতগুলো উইন্ডো ওপেন
হইছে সবগুলো ok করতে থাকুন। আপনার কাজও শেষ। সর্বশেষ নিচের মত ডেট ফরমেট দেখতে পাবেন.........

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন..................

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com