55

Search This Blog

Monday, 5 August 2013

নিয়ে নিন microsoft security essentials, আজীবনের জন্য।

কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি।
আমার আজকের পোস্টটি anti virus নিয়ে। এতদিনতো অনেক ধরনের anti virus ব্যাবহার করলেন।
এবার মাইক্রোসফট কোম্পানির তৈরি করা anti virus টি ব্যাবহার করলে কেমন হয়??????????????
anti virus টি কেমন আশা করি বিস্তারিত কিছু বলা লাগবেনা, কারন ডেভেলপার
প্রতিষ্ঠানটির দিকে তাকালেই
বুঝা যায় anti virus টির গুনগত মান সম্পর্কে। খুবি হালকা পাতলা একটি anti virus, ব্যাবহারে নেই কোন ঝামেলা।
যাদের পিসির কনফিগারেশন খুবি বাজে তাদের জন্য দারুন উপযোগী একটি anti virus। কারন এটি পিসিকে কোন
ভাবেই স্লো বা ভারি করে তোলেনা, পানির মত ইউজ করতে পারবেন আরামছে.....................

এবার download এর পালা... উইন্ডোজ ৩২ বিট ব্যাবহার কারিরা এখানে ক্লিক করে anti virus টি নামিয়ে নিন।
( মাত্র ১০ মেগাবাইট)  আর ৬৪ বিট ওয়ালারা এখানে ক্লিক করুন। (মাত্র তের মেগাবাইট)
এবার ইন্সটল করে ফেলুন, তবে নেট কানেকশন রেখে। কারন এটা ইন্সটল শেষে অটোমেটিক আপডেট চায়।
আর আপডেট নিতে না পারলে anti virus টি active ও হবেন..................।।
আরেকটি কথা বলে রাখি, এটি উইন্ডোজ এক্সপিতে কাজ করে কিনা আমি জানিনা?? আপনারা ইউজ করে দেখতে পারেন।
আবার উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে অনেক সময় উইন্ডোজ জেনুইন অর্থাৎ activated না থাকলেও
anti virus টি ইউজ করতে দেয়না!! তবে এটি সবসময় না, অনেক সময় জেনুইন না থাকলেও ইউজ করতে দেয়।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে জানাবেন কিন্তু.....................

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com