55

Search This Blog

Saturday, 31 August 2013

আপনার সাইটে যুক্ত করুন চরম একটি recent ভিজিটর কাউনটার, সাথে দেখুন flag সহ কোন কোন দেশ থেকে ভিজিট হচ্ছে।

কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আজ আপনাদের দেখাবে কিভাবে একটি রিসেন্ট ভিজিটর কাউনটার যুক্ত
করবেন আপনার ওয়েব সাইটে। কাউনটারটি অবশ্যই আপনার মন কেড়ে নিতে সক্ষম, কারন এই কাউনটারটি আপনাকে
পৃথিবীর একটি গোলাকার মানচিত্রের মত দেখাবে, যা সত্যিই খুব আকর্ষণীয়।
যেভাবে যুক্ত করবেন..................
আগেই বলে রাখি আপনার flash player সেটাপ দেয়া না থাকলে সেটাপ দিয়ে দিন।
তারপর এই লিঙ্কে ক্লিক করুন, (কাউনটারটি কেমন দেখতে পাবেন)  নিচের মত দেখবেন.............................................

এবার আপনি get your globe এ ক্লিক করুন, নিচের মত দেখবেন........................

এবার ১ নাম্বার ঘর থেকে যে আইকনটি আপনার পছন্দ হয় সেটা সিলেক্ট করুর। ২ নাম্বার ঘর থেকে আপনি globe টির
পিক্সেল কমাতে বাড়াতে পারেন, তবে আমি ডিফল্ট ভাবেই রাখছি কোন পরিবর্তন ছাড়া।
৩ নাম্বার ঘরের dot color যেভাবে আছে অভাবেই রেখে দিন , তবে আপনি চাইলে পরিবর্তনও করতে পারেন, এবং
background color কালো সিলেক্ট করে দিন। তারপর মাউস একটু নিচের দিকে স্ক্রল করুন, নিচের মত দেখবেন......

এখন কালো বক্সটিতে যে কোডগুলো দেখতেছেন সেগুলোতে কিছু না করে আপনি update এ ক্লিক করুন,
তারপর নীল দাগ দেওয়া বক্সটিতে আপনার ওয়েব সাইট বা ব্লগের URL দিন, এবং submit বাটনে ক্লিক করুন।
ব্যাস এবার কালো বক্সের কোডগুলো কপি করুন, এবং আপনার সাইট বা ব্লগে গিয়ে HTML/JAVA সেকশনে কোডগুলো পেস্ট করুন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে বা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।

2 comments:

  1. সাইট বা ব্লগে গিয়ে HTML/JAVA সেকশনে কোডগুলো পেস্ট করুন। HTML/JAVA সেকশন কোথায় বুঝিনা। বুঝিয়ে দেবেন ???

    ReplyDelete
  2. আপনি ব্লগার ডেসবোর্ডে লগইন করুন, তারপর layout>add a gadget>html/java script

    তাও যদি না বুঝেন তাহলে আপনি আমার এই পোস্টটি দেখতে পারেন, আশা করি ধারনা পেয়ে যাবেন। লিংকটা নিচে দিলাম.........
    http://bdkamrulit.blogspot.com/2013/09/score.html

    বুঝতে পারলে জানাবেন কিন্তু।

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com