55

Search This Blog

Sunday, 15 September 2013

পেনড্রাইভ অথবা মেমরি কার্ডকে অটোরান ভাইরাসের হামলা থেকে বাঁচান, মাত্র ৮০০ কেবির একটি সফটওয়্যার দিয়ে।

প্রযুক্তির এই যুগে অন্যান্য বিষয়ের সাথে পেনড্রাইভ অথবা মেমরি কার্ডও আমাদের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, কারন এটা এখন ডাটা transfer এর জন্য খুবি গুরত্তপূর্ণ একটা জিনিষ।
সমস্যা হল এটাকে আমরা ভাইরাসের অ্যাটাক থেকে বাচাতে পারলেও অটোরান নামের একটা গুপ্ত ভাইরাস আছে যেটাকে মেনুয়াল anti virus গুলো ধরতে পারেনা, যার প্রতিক্রিয়ায় আস্তে আস্তে পেনড্রাইভটাকে হারাতে হয় চির তরে। তাই আপনাদের জন্য নিয়ে এলাম ছোট
একটি সফটওয়্যার যেটা দিয়ে উল্লেখিত সমস্যা থেকে মুক্তি পাবেন চিরতরে। মানে সফটওয়ারটি ভেক্সিন অর্থাৎ পেনড্রাইভকে সুস্থতার টিকা মেরে দিবে যাতে করে আর কোন অসুখ না হয় পেনড্রাইভের...।।

সফটওয়ারটি download করে নিন এখানে ক্লিক করে, তারপর ইন্সটল করে ফেলুন।
বলতে ভুলে গেছি এটা দ্বারা আপনার পিসিকেও টিকা মেরে দিতে পারেন। সফটওয়ারটি ইন্সটল করার পরে ওপেন করুন, নিচের মত দেখবেন........................
এখানে আপনার কম্পিউটার not vaccinated দেখাচ্ছে, তাই আপনি vaccinate computer এ ক্লিক করুন, একটু পর দেখবে নিচের মত..................
মানে হল আপনার কম্পিউটারের টিকা মারা হয়ে গেছে।
.................................................................................................................................
আর যখন পেনড্রাইভ অথবা মেমতি কার্ড usb পোর্টে লাগাবেন, তখন লক্ষ করবেন যদি পেনড্রাইভ অথবা মেমরি কার্ড vaccinated না হয় তখন নিচে টাস্কবারের ডান পাশে vaccine সফটওয়ারটি শো করবে এবং পেনড্রাইভকে vaccinated করার নির্দেশনা দিবে এবং আপনি vaccinated করে দিবেন ব্যাস।
সফটওয়ারটি আসলে পেনড্রাইভের ভিতরে গোপনে একটি অটোরান ফাইল তৈরি করে যার ফলে নতুন করে কোন অটোরান ভাইরাস প্রবেশ করার সুযোগ পায়না এবং রিপ্লেসও হতে পারেনা, কারন পেনড্রাইভের ভিতর অটোরানটি হল হাইড করা তাই।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন......


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com