55

Search This Blog

Wednesday, 18 September 2013

যাদের পিসি ওপেন হতে দেরী হচ্ছে তারা দেখুন, আর আগের চেয়ে অনেক দ্রুত পিসি ওপেন করুন।

শিরোনাম দেখে বুঝতে পারতেছেন যে আজকের পোস্ট পিসি দেরীতে চালু হওয়ার সমস্যা নিয়ে।
আসলে এই সমস্যাটি সাধারনত পিসির কনফিগারেশনের উপর ডিফেনড করে, মানে ram, processor, system ইত্যাদির উপর ডিফেনড করে। তাই যাদের ram, processor দুর্বল

তারা আজকের পোস্টটি দেখে কিছুটা উপকৃত হতে পারেন।
১। প্রথমে Start থেকে Run এ ক্লিক করুন ।
২। Regedit লিখুন এবং ok করুন।
৩। HKEY_LOACAL_MECHINE তারপর SYSTEM তারপর CurrentControlSet তারপর Control থেকে ContentIndex তে ক্লিক করুন। (সবগুলো ডাবল ক্লিক করে ওপেন করুন)
৪। এবার ডান পাস থেকে Startup Delay টি খুজে বের করুন এবং Double ক্লিক করুন।
৫। এবার যে বক্সটি ওপেন হবে সেখান থেকে Decimal এ ক্লিক করুন।
৬। ভেলু 4800000 এর পরিবর্তে 40000 করে দিন। 
৭।ব্যাস এবার সবগুলো ক্লোজ করে পিসি Restart করুন, আপনার কাজ শেষ।
আশা করি কিছুটা হলেও আপনার উল্লেখিত সমস্যা থেকে সমাধান পাবেন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন..........................................।।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com