55

Search This Blog

Monday, 23 September 2013

ফটোশপে বাংলা লিখতে ঝামেলা মনে হচ্ছে? বাদ দিন ফটোশপ। এবার বাংলা লিখুন অন্য ভাবে খুব সহজে, কোন সফটওয়্যার ছাড়া।

আমরা ফটোশপে বাংলা লিখতে প্রতিনিয়তই সমস্যায় পড়ি বা লিখতে পারলেও অনেক ঝামেলা করে লিখতে হয়, আবার অনেক সময় সবগুলো
সিম্বলও ইউজ করতে পারিনা, মোট কথা খুবি বিরক্তিকর এবং মহা ঝামেলাও।
তাই আজ থেকে ফটোশপ বাদ দিয়ে দিন
এবং বাংলা লিখুন উইন্ডোজের ডিফল্ট paint দিয়ে, bijoy হোক বা অভ্র দিয়ে। তাহলে শুরু করা যাক>>>>>>
প্রথমে স্টার্ট মেনুতে যান তারপর all programs হয়ে accessories থেকে paint নামের যে অপশনটি আছে সেটা ওপেন করুন, নিচে দেখুন.........

এবার আপনি text icon অর্থাৎ নীল দাগ দেওয়া A আইকনটিতে ক্লিক করুন, তারপর লিখার জন্য সাদা বক্সে ক্লিক করুন, নিচের মত দেখবেন............

এবার আপনি যে বক্সটি দেখতেছেন ইচ্ছা করলে এটাকে বাড়াতে কমাতে মুভ করাতে পারবেন। এবং লক্ষ করুন নীল দাগ দেওয়া color 1 নামের
যে বক্সটি দেখতেছেন সেটা হবে আপনার টেক্সট কালার। paint দিয়ে লেখা নিচে একটি বাংলা লিখা দেখুন...........................

এখানে আপনি লিখাটির background সাদা কালার দেখতেছেন, এখন আপনি যদি চান background টি অন্য কালার হোক
তাহলে নিচের ছবিটা দেখুন...............................................................

আপনি opaque তে ক্লিক করুন, এবং color 2 নামের বক্সটি সিলেক্ট করুন, color 2 নামের বক্সটিই হল background কালার বক্স।
মানে আপনি এখানে যে কালার সিলেক্ট করবেন সে কালার হবে background কালার। ব্যাস এবার সেভ করে ফেলুন JPEG ফর্মেটে।
একই ভাবে আপনি যে কোন image এর উপরেও বাংলা ইংরেজি যা খুশি তা লিখতে পারবেন, একটু নিচে তাকান..............................

আপনি যে image এর উপরে লিখতে চান সে image টির উপর মাউসের রাইট ক্লিক করে edit এ ক্লিক করুন, এবং বাকি কাজ আগের মতই।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন....................................।।

1 comment:

  1. পোষ্টের জন্য ধন্যবাদ। অনেক সহজভাবেই ব্যাপারটা উপস্থাপন করেছেন আপনি। আশা করি, সবাই উপকৃত হবে।

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com