55

Search This Blog

Monday, 2 September 2013

firefox এর লিখা দূর থেকে দেখুন। ( সুন্দর একটি add ons )

সবার ভাল কামনা করে শুরু করলাম আজকের মজার এই পোস্টটি, আশা করি আপনাদের অনেক ভাল লাগবে।
মজিলা ফায়ারফক্সের কথা নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, কারন এটা এত জনপ্রিয় যে পরিচয়ের অপেক্ষা রাখেনা।
আর এটি জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে তার কতগুলো
চোখ ধাঁদানো add ons,
ঠিক ওই রকমই একটি add ons
উপহার দেব আপনাদেরকে, কাছে থেকে মানে একদম মনিটরের কাছে গিয়ে পড়তে আর ভাল লাগছেনা, ইজি চেয়ারে বসে আরামছে হেলান দিয়ে একটু দূর থেকে পড়ুন স্পষ্ট ভাবে। তার জন্য প্রথমে এখানে ক্লিক করুন, নিচের মত দেখবেন.........

এবার continue to download এ ক্লিক করুন, নিচের মত দেখবেন........................

এবার accept and install এ ক্লিক করুন, ৬-৭ সেকেন্ড অপেক্ষা করুন ওটা নিজে নিজে ৭০ কেবির মত
ডাউনলোড হবে, তারপর নিচের মত দেখবেন...........................

এবার আপনি install now তে ক্লিক করুন, ব্যাস এবার আপনার ব্রাউজারটি restart করুন ২ বার।
এবার ব্রাউজারের ভিতর কোন লিখা যখন বড় করে দেখতে চাইবেন তখন শুধু ওই লিখাটিকে মার্ক ( সিলেক্ট ) করে রাইট বাটন
ক্লিক করুন, easy read নামের একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলেই আপনি নতুন একটি উইন্ডোতে লিখাগুলো
বড় বড় দেখতে পাবেন, নিচের ছবিটা দেখুন তাহলে আর বুঝতে সমস্যা হবেনা........................

আশা করি বুঝে ফেলেছেন। তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
পোস্টটি কেমন লাগলো জানাতে ভুলবেননা কিন্তু..................

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com