55

Search This Blog

Thursday, 5 September 2013

চরম ২টি skin pack, আপনার কম্পিউটারের চেহারা পাল্টে দিবে, ভালতো অবশ্যই লাগবে।

               (পোস্টটি পড়ার আগে নিচের কমেন্টটি একবার দেখে নিন)
skin pack এর কথা শুনেছেন নিশ্চই! তারপরও বলি skin pack হল এমন কিছু থিম যেগুলো আপনার কম্পিউটারের চেহারা পাল্টে দিতে বাধ্য। আমি আজ আপনাদের ওই রকমই ২টি skin pack উপহার দিবো যেগুলো ১০০% আপনার কাছে ভাল লাগবে।
১টি হল windows 8 এর skin pack, যেটা ইন্সটল করে আপনি
আপনার windows কে পুরাপুরি windows 8 এর ছোঁয়া দিতে পারবেন, মানে আপনি ইউজ করেন xp অথবা windows 7, অথচ আপনার windows কে মনে হবে পুরা windows 8 এর মত। তাই এখনি ডাউনলোড করে skin pack টি এখানে ক্লিক করে।
২য় টি হল এপলের skin pack, যেটা ইন্সটল করলে আপনার windows কে মনে হবে এপলের
অপারেটিং সিস্টেম, মোট কথা চরম যাকে বলে আর কি?????????????
তাই এখনি pack টি ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।
বিঃ দ্রঃ যে pack টিই ইন্সটল করেন, ইন্সটলের পরে অবশ্যই পিসি রিস্টার্ট করবেন। 
তাহলে আজকের মোট বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন........................... 

1 comment:

  1. ভাই আমি এখানে ২ স্কিন প্যাক শেয়ার করলাম আপনাদের কাছে, এই দুইটি প্যাক আমি সব সময় ইউজ করি কখনও কোন সমস্যায় পড়িনি তাই এই পোস্টটি আমি সর্বপ্রথম টেকটিউনসে পাবলিশ করেছিলাম, কিন্তু সেখানে উইন্ডোজ ৮ এর প্যাকটি নিয় কেও কেও কমেন্ট করলো যে তারা সমস্যায় পড়েছে মানে ওটা ইন্সটল করার পরে তাদের নাকি পিসিতে সমস্যা করেছিল। তখন তাদের কমেন্ট গুলো দেখে আমি আমার এক ফ্রেন্ডের পিসিতে উইন্ডোজ ৮ এর প্যাকটি ইন্সটল করলাম, মিথ্যে বলবোনা ওর পিসিতেও সমস্যা হইছে।। কিন্তু ভাই আমি জানিনা কেন আমার পিসিতে সমস্যাটা ধরা পড়েনি, আমি খুব ইজি ভাবে ইউজ করেছি। তবে এপলের যেটা ওটা ১০০% সমস্যা মুক্ত, ওটা আমি আমারটা সহ আরও কয়েকটা পিসিতে ট্রাই করেছি কোন সমস্যা নেই। তাই আপনি নিরধিদায় ইউজ করতে পারেন। ভাই যারা সমস্যায় পড়েছেন নিশ্চয়ই ৮ এর প্যাকটিতে পড়েছেন। তাই আমি আপনাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত। প্লীজ ক্ষমা করে দিবেন…।

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com