55

Search This Blog

Tuesday, 22 October 2013

জেনে নিন ফেসবুকের সব গুলো short কাট কি, এবং হয়ে যান ফেসবুকের এডভান্স ইউজার।

মোটমুটি আমরা সবাই ফেজবুক ইউজ করে থাকি, আর যখন ফেসবুক ইউজ করেই থাকি তাই এর সবগুলো short কাট কি জেনে রাখাই ভাল। তা না হলে তো আপনি সবার সমান হয়ে যাচ্ছেন, আর  আপনিতো এটা চান না। আপনাকেতো একটু এডভান্স মানের ইউজার হতে হবে, তাই না!

(মনে রাখা ভাল, আপনি যে কোন প্রোগ্রাম যখন তার সবগুলো short কাট কি জেনে থাকবেন তখন আপনার কাছে সে প্রোগ্রামটি খুবি ইজি মনে হবে এবং আপনি হয়ে যাবেন ঐ প্রোগ্রামের দ্রুত অর্থাত এডভান্স ইউজার।)
এবার জেনে নিন ফেসবুকের short কাট কি গুলো………………..
Alt+1  = হোম পেজে যেতে।
Alt+2  = নিজ প্রোফাইল (ওয়াল) এ যেতে।
Alt+3  = কে আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালো তা চেক করতে (রিকুয়েস্ট না থাকলে কাজ করবেনা)।
Alt+4  = কে আপনাকে মেসেজ পাঠালো তা চেক করতে (মেসেজ না থাকলে কাজ করবেনা)।
Alt+5  = কী কী নোটিফিকেশন এলো তা চেক করতে (নোটিফিকেশন না থাকলে কাজ করবেনা) ।
Alt+6  = অ্যাকাউন্ট সেটিংসে যেতে ।
Alt+7  = অ্যাকাউন্ট প্রাইভেসিতে যেতে ।
Alt+8  = ফেসবুকের ফেন পেজে যেতে ।
Alt+0  = ফেসবুকের হেল্প সেন্টারে যেতে ।
Alt+m  = নতুন মেসেজ লিখতে ।
Alt+?  = সার্চ বক্সে কারজর আনতে।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লগলে অবাশ্যই জানাবেন.........

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. You don,t mention which browser we can use this command.

    Free IT Tips:
    http://raduzamanit.blogspot.com

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com