55

Search This Blog

Tuesday, 24 December 2013

ফেইসবুকের Add Friend বাটন হাইড করুন

অনেক মেয়েদের আইডিতে অহরহ ফ্রেন্ড রিকুয়েষ্ট আসে। আর অনেক মেয়রা চায় না যে তাদের আইডিতে কোন রিকুয়েষ্ট আসুক । এক্ষেত্রে আপনি আপনার +Add as Friend বাটনটি হাইড / ডিসেবল করে রাখতে পারেন।
তার জন্য প্রথমে আপনার ফেজবুকে লগইন করুন, তারপর Privacy Settings এ ক্লিক করুন।  নিচের মত দেখবেন....................

এবার আপনি who can contact me? থেকে edit এ ক্লিক করুন।   তারপর everyone থেকে friends of friends সিলেক্ট করে done  অথবা close  এ ক্লিক করুন।  নিচের ছবিটা দেখুন..................

ব্যাস আপনার কাজ শেষ।     বি:দ্র: এক্ষেত্রে যারা আমার ফ্রেন্ডলিষ্টে আছেন তাদের ফ্রেন্ডগন শুধু রিকুয়েষ্ট পাঠাতে পারবে । এছাড়া আর কেউ +Add as Friend বাটনটি দেখতে পারবে না। যেমন আমার ফ্রেন্ড লিষ্টে আপনার কোন ফ্রেন্ড যদি থাকে তবেই আমাকে রিকুষ্টে পাঠাতে পারবেন ।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন..................

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com