সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।এটি আপনাদের সবার ই আনেক কাজে আসবে।
পিসি দ্রুত করার জন্য আমাদের চেষ্টার অন্ত থাকে না নিজের প্রিয় পিসি টাকে দ্রুত রাখতে কে না চায়?এর জন্য আমরা ব্যাবহার করি নিত্ত নতুন কৌশল আজ আমি আপনাদের তেমন ই একটি কৌশল শেখাব যা আপনার পিসি দ্রুত করতে আপনাদের সাহায্য করবে।চলুন তবে কথা না বারিয়ে কাজ শুরু করি।
>.আপনার START মেন্যু থেকে RUN এ ক্লিক করুন এবং টাইপ করুন “regedit” এবং এন্টার চাপুন।
তারপর “HKEY_CURRENT_USER”, ডাবল ক্লিক করুন, তারপর control panel এ ডাবল ক্লিক করুন এবং তারপর desktop এ ডাবল ক্লিক করুন।
>.এইবার আপনি ডান দিকে কতগুলো অপশন দেখবেন এবং সেখান থেকে ”menu show delay” ট্যাব টিতে রাইট ক্লিক করুন এবং ”modify”. অপশন টি সিলেক্ট করুন।
>.এইখানে আপনি পাবেন ”edit string option” যার data value থাকবে 400 এটাকে পরিবর্তন করে 000. দিন।
>.সবকিছু ঠিক ঠাক মত শেষ করে আপনার পিসি টি রিস্টার্ট করুন।এইবার নিজেই দেখুন পরিবর্তন্।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন................
No comments:
Post a Comment