55

Search This Blog

Saturday, 28 December 2013

নিয়ে নিন সুন্দর একটি রিমাইন্ডার, আপনাকে আর কিছুই মনে রাখতে হবেনা সব আপনার কম্পিউটারই মনে করিয়ে দিবে।

সুপ্রিয় পাঠকবৃন্দ আশা করি ভাল আছেন। আবারও আপনাদের মাঝে চলে এলাম। কি করবো? না এসে যে থাকতে পারি না। আসলে আমার কেন মনে হয় টিউন্স করাটাই একটা নেশা!! আপনাদের কি মনে বলতে পারিনা। তবে আমার কাছে নেশার মতই মনে হয়। কারণ কোন বিষয় মাথায় আসলে আর স্বস্থিতে থাকতে
পারিনা যতক্ষণ না ওটা লিখে আপনাদের মাঝে শেয়ার করি। যাক অনেক কথা বলে ফেললাম। এবার আসি মূল কথায়। আসলে রিমাইন্ডারটা কিন্তু আমাদের খুবই দরকার। যেমন ধরুন অমুকদিন আপনার গার্ল-ফ্রেন্ডের বার্থ-ডে অথচ আপনি ভুলে গেলেন, ফলাফল কিছু কর্কট কথা শুনে ফেললেন। এরকম অনেক কাজই আপনি মনে রাখতে পারেন না। তাই এ সমস্যাটির জন্যই আমার আজকের পোষ্ট। প্রথমে এখানে ক্লিক করে সফ্টওয়্যারটি নামিয়ে নিন। তারপর ইন্সটল করে অপেন করুন। নিচের মত দেখবেন.........................

আপনি new task এ ক্লিক করুন নিচের মত দেখবেন..................................

এবার আপনি description এর ঘরে আপনার ডেসক্রিফশন লিখুন। যেমন লিখলেন শুভ জন্মদিন। category তে আপনার ডেসক্রিফশনটি যে বিষয়ে সে কেটাগরি সিলেক্ট করে দিন। তারপর date এর ঘরে ডেট টাইম ঠিক করে দিন মানে যে দিন আপনাকে মনে করিয়ে দেওয়া দরকার সে তারিখটি দিন এবং সর্বশেষ save & close এ ক্লিক করে বেরিয়ে আসুন। ব্যাস এবার আপনার সিলেক্ট করে দেওয়া সময, তারিখে অটোমেটিক ওটা আপনাকে মনে করিয়ে দিবে।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন.............................

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com