55

Search This Blog

Thursday, 19 December 2013

send to অপশনে নিজের মত করে টার্গেট ফিট করুন। হয়ে উঠুন আরো দ্রুত পিসি ইউজার।

কোন কথা না বাড়িয়ে মূল কথা বলে ফেলি।  সাধারণত আমরা send to অপশনে অল্প কয়েকটা টার্গেট দেখে থাকি।

যেমন আপনি নিচের ছবিটা দেখলে বুঝতে পারবেন.......................

এখন আপনি চাইলে এই send to অপশনে নিজের মত করে টার্গেট ফিট করতে পারেন, মানে আপনি চাইলে আপনার যে কোন হার্ড-ড্রাইভ বা তার ভিতরের ফোল্ডার যত খুশি তত ফিট করে দিতে পারেন।  তার জন্য সর্বপ্রথম আপনি আপনার মাই কম্পিউটারে প্রবেশ করুন, তারপর উপরের বক্সে অর্থাৎ যেখানে computer লিখা থাকে সেখান থেকে computer লিখাটি মুছে দিয়ে লিখুন shell:sendto নিচে দেখুন..................

এবার যে উইন্ডোটি আসবে সেখানে আপনার কাঙ্খিত ফোল্ডার বা হার্ড-ড্রাইভ মানে যেটা আপনি চান সেটা টেনে এনে ছেড়ে দিন।  আর দেখুন এবার send to অপশনে সেই ফোল্ডার বা হার্ড-ড্রাইভটি সেট হয়ে গেছে।  ব্যাস কাজ শেষ।  এবার যেখানেই থাকুন সেখান থেকে আপনার যে কোন ফাইলকে আপনার টার্গেট করা ফোল্ডার বা হার্ড-ড্রাইভে send করে দিতে পারবেন.................................
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন......................

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com