55

Search This Blog

Wednesday, 1 January 2014

পিসিকে Log off, অথবা Lock, Shutdown, Restart, বা Sleep, Hibernate, Hybrid Sleep করতে মাত্র এক ক্লিকই যথেষ্ট। না দেখলে 100% মিস

শিরোনামে যে মোডগুলোর কথা বলা হয়েছে সেগুলো আমাদের সবারই বিভিন্ন সময় দরকার পড়ে। আর সেগুলো করতে আমাদের যেতে হয় স্টার্ট মেনুতে। আবার কিছু কিছু অপশন  যেগুলো স্টার্ট মেনুতেও নেই যেগুলো আপনারা আমার পোষ্টে পাবেন। উল্লেখিত কাজগুলো যদি স্টার্ট মেনুতে না গিয়ে
ডেস্কটপে রেখে ডাবল ক্লিক করে করা যায় তাহলে কেমন হয়? এই কাজগুলো কিভাবে করবেন তাই দেখাবো আপনাদেরকে।

১. প্রথমে  মাউস এর রাইট বাটনে ক্লিক করুন। এখন New এ গিয়ে Shortcut এ ক্লিক করুন। নিচে দেখুন.........
Sh01

২. এবার এমন একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন। ওখানে লিখুন shutdown.exe -s -t 00
Sh02
তারপর Next এ ক্লিক করুন। (এখানে ‘00’ সেকেন্ড নির্দেশ করে। আপনি চাইলে আপনার ইচ্ছামত সেকেন্ড বসিয়ে সেই সময় পর Shutdown এবং Restart এর সুবিধা পেতে পারেন।)

৩. তারপর এরকম একটি ডায়ালগ বক্স পাবেন। এখন আপনার ইচ্ছামত নাম দিয়ে Finish বাটনে ক্লিক করুন। এক্ষেত্রে Shutdown দিতে পারেন।
Sh03

ব্যাস কাজ শেষ! এবার আপনি চাইলে শর্টকার্টটির আইকনটি চেঞ্চ করে দিতে পারেন তার জন্য  শর্টকার্টটির উপর মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করে Properties এ যান। নিচের মত আসবে..............


Sh04

এবার Change Icon এ  ক্লিক করুন। এবং আপনার পছন্দমত আইকন দিয়ে Apply করে OK করুন।
এবার সত্যিই কাজ শেষ। ব্যাস এভাবে মানে একই কায়দায় বাকী কাজগুলো করে নিন।

উপরে যে কাজগুলো দেখানো হল সেটা হল shutdown এর ক্ষেত্র।  
এভাবেLog off এর ক্ষেত্রে হবেঃ
shutdown.exe -l
Lock এর ক্ষেত্রে হবেঃ
rundll32.exe User32.dll,LockWorkStation
Restart এর ক্ষেত্রে হবেঃ
shutdown.exe -r -t 00
Sleep/Standby এর ক্ষেত্রে হবেঃ
rundll32.exe powrprof.dll,SetSuspendState 0,1,0
Hibernateএর ক্ষেত্রে হবেঃ
rundll32.exe powrprof.dll,SetSuspendState
Hybrid Sleepএর ক্ষেত্রে হবেঃ
rundll32.exe powrprof.dll,SetSuspendState Hybrid Sleep

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন………………………..

2 comments:

  1. Thanks for sharing such a great PC trick. Wants to see more tricks form you.
    Glad to see you at Learn SEO tricks

    ReplyDelete
  2. increasing comment, thanks a lot.....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com