55

Search This Blog

Saturday, 1 February 2014

প্রোডাক্ট নাম দিয়ে মাত্র 2 মিনিটে QR কোড তৈরী করুন আপনি নিজেই। (খুবই সহজ কাজ)

সালাম জানিয়ে শুরু করলাম মজার ও সুন্দর একটি টিউন।  আজকের টিউন QR কোড নিয়ে।   QR কোডটা কি আসলে আমি নিজেই পুরোপুরি এখনও বুঝিনা।  তবে এতটুকু বলতে পারি যা দেখে আশা করি বুঝে ফেলবেন।  খেয়াল করছেন কি না একটু মনে করতে চেষ্টা করুন যে, অনেক সময় আমরা বিভিন্ন কোম্পানী তাদের প্রোডাক্টের নিচে জালি (নেট) এর মত কতগুলো
কালো বক্স দেখতে পাই।  মূলত ওটাই হলো তাদের প্রোডাক্ট নামের বা সিরিয়াল কোডের QR কোড।  নিচে দুইটা ছবি দেখুন আশা করি বুঝে ফেলবেন.................
  
 
জিনিসটা কি আশা করি এতক্ষনে বুঝে ফেলেছেন।  উপরে যা দেখতেছেন এগুলো এমনি এমনি কিছু নয় বরং এগুলোই হলো কোম্পানীগুলোর বিভিন্ন প্রাইজ, সিরিয়াল, প্রোডাক্ট নাম এর QR কোড। ।  তো এবার শুরু করা যাক কিভাবে আপনি আপনার প্রোডাক্টের নাম দিয়ে QR কোড তৈরী করবেন।  এ কাজটি করতে প্রথমে এখানে ক্লিক করুন, নিচের মত দেখবেন......................

এবার টেক্সট বক্সে আপনার প্রোডাক্টের নাম লিখুন এবং ডান পাশের download এ ক্লিক করুন আর দেখুন আপনার QR কোডটি ডাউনলোড হয়ে গেছে।  কি বলেন, কাজটা খুবি সিম্পল না???????????
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্রাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন.............................. 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com