55

Search This Blog

Sunday, 25 May 2014

বিরক্তিকর উইন্ডোজের অটো আপডেট বন্ধ করে দিন চিরতরে।

সবাইকে সালাম জানিয়ে ৪ মাস পর আবারো ফিরে এসে শুরু করলাম আজকের সম্ভাব্য সস্তা মানের (যার জানেন তাদের জন্য) একটি টিউন।  এবার মূল কথায় আসি। উইন্ডোজের অটো আপডেটটা খুবি বিরক্তিরক একটা বিষয় (যারা ভুক্তভোগী তাদের জন্য)। যখনি আপনি কিম্পিউটার শাটডাউন দিতে যাবেন তখনি অটো আপডেট নিতে থাকে
যা কিছু সময় ১৫-৩০ মনিটেরও অধিক সময় ধরে হয়ে থাকে। সবচেয়ে বড় সমস্যা আপনি এই সময় যদি সিপিও এর পাওয়ার বাটন দিয়ে কম্পিউটার অফ করতে চান সে ক্ষেত্রে উইন্ডোজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে নতুন করে উইন্ডোজ সেটাপ দিতে হয়। তাই উল্লেখিত সমস্যাটি কিভাবে সমাধান করবেন নিম্মে তার বর্ণনা করা হলো। প্রখমে টাস্কবারে রাইট বাটন ক্লিক করুন নিচের মত দেখবেন....................

এবার আপনি start task manager এ ক্লিক করুন নিচের মত দেখবেন......................................

এবার আপনি services এ ক্লিক করুন নিচের মত দেখবেন.....................................

এবার আপনি services এ ক্লিক করুন নিচের মত দেখবেন.........................................

এবার এখান থেকে windows update এ ডাবল ক্লিক করুন নিচের মত দেখবেন......................................

এবার আপনি startup type থেকে disabled সিলেক্ট করে stop এ ক্লিক করুন তারপর apply এবং ok করুন। ব্যাস আপনার কাজ শেষ। আপনার সমস্যাটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে যতক্ষণ না পুনরায় উইন্ডোজ সেটাপ দিবেন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন.......................................

2 comments:

  1. ভাল লাগে, খুবই ভাল লাগে আপনার লেখা পড়ে। ভাই দারুন। অনেক উপকারি কিছু পাওয়া যায় আপনার সাইট থেকে। আপনার এই সেবা অব্যাহত রাখুন। আমার অনেক ইচ্ছা হয় আপনার সাথে কথা বলতে, ‍যদি আমাকে ‍এড করতেন স্কাইপিতে md.manir4 অথবা 1 মিনিট কল করে আপনার সাম্বারটা দিতেন, অনেক উপকৃত হতাম। 01938325861

    السلام عليك من الله تعالى

    ReplyDelete
  2. ভাই যেভাবে প্রশংসা করলেন তাতেতো আমি ভাষাই হারিয়ে ফেললাম। এত প্রশংসা কেউ কারো করে? এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কন্টাক্ট নাম্বার= 01811286153

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com