55

Search This Blog

Monday, 30 June 2014

কোন ভাষাকে ট্রান্সলেট করার জন্য আর ইন্টারনেট প্রয়োজন নেই। যে কোন ভাষাকে ট্রান্সলেট করুন খুব সহজে। (২ মেগাবাইটের একটি সফটওয়্যার)

বন্ধুরা আজ আপনাদের কাছে খুবি চরম একটি সফটওয়্যার শেয়ার করবো। সাধারণত আমরা কোন ভাষার ট্রান্সলেট করতে গেলে গুগুল ট্রান্সলেটের সাহায্য নিয়ে থাকি। কিন্তু সমস্যা হলো নেট কানেকশন না থাকলে আমরা গুগুল ট্রান্সলেট ব্যবহার করতে পারিনা।
তা ছাড়া গুগুল ট্রান্সলেটের ট্রান্সলেটটাও হয় একটু জগন্য। তাই আমি আজ আপনাদের কাছে শেয়ার করবো  ছোট্ট একটি সফটওয়্যার, যা শুধু অফ-লাইন-ই নয় বরং এটার ট্রান্সলেটটা গুগুল ট্রান্সলেট থেকেও সুন্দর। সফটওয়্যারটি এখানে ক্লিক করে নামিয়ে নিন সাথে সিরিয়াল কিও দেওয়া আছে। তারপর ইন্সটল করে ফেলুন। নিচের মত দেখবেন................................


এখানে from থেকে আপনি যে ভাষাকে ট্রান্সলেট করতে চান সে ভাষা সিলেক্ট করে দিন এবং to থেকে যে ভাষায় ট্রান্সলেট করতে চান তা সিলেক্ট করে দিন। সর্বশেষ translate এ ক্লিক করুন। ব্যাস এবার দেখুন আপনার ভাষাটি দারুনভাবে ট্রান্সলেট হয়ে গেছে।

বিঃ দ্রঃ এই সফটওয়্যারটি আগে যদি কেউ ব্যাবহার করে থাকেন তাহলে কষ্ট করে পন্ডিত ভাব নিয়ে লজ্জা দিয়ে কমেন্ট না করার জন্য অনুরোধ রইলো। (অবশ্য আগে হয়ত ট্রায়াল ভার্সনটা ব্যাবহার করছেন)

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন.............................


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com