সবাইকে সালাম জানিয়ে শুরু করলাম আজকের পোষ্ট। মোটামুটি আমরা সবাই কম্পিউটার/ল্যাপটপ ইউজ করে থাকি। কিন্তু কতটুকু শান্তিতে ইউজ করতে পারি!! কয়েকদিন পর পিসি স্লো, পারফরমেন্স খুব বাজে দেখাচ্ছে। তার কতগুলো মূল কারনের মধ্যে রয়েছে পিসির প্রয়োজনীয়
ড্রাইভগুলো আপডেট না থাকা। ড্রাইভারগুলো যত আপডেট থাকবে আপনার পিসির পারফরমেন্স তত ভাল থাকবে। এখন কথা হলো আপনি বুঝবেন কিভাবে আপনার কোন ড্রাইভারটির আপডেট প্রয়োজন। এর সমাধান দিবে আপনাদের কাছে শেয়ার করা আজকের সফটওয়্যারটি। প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যারটি নামিয়ে নিন তারপর সিরিয়াল কি দিয়ে সফটওয়্যারটি একটিভ করে ফেলুন। এবার সফটওয়্যারটি অপেন করুন। নিচের মত দেখবেন...........
ড্রাইভগুলো আপডেট না থাকা। ড্রাইভারগুলো যত আপডেট থাকবে আপনার পিসির পারফরমেন্স তত ভাল থাকবে। এখন কথা হলো আপনি বুঝবেন কিভাবে আপনার কোন ড্রাইভারটির আপডেট প্রয়োজন। এর সমাধান দিবে আপনাদের কাছে শেয়ার করা আজকের সফটওয়্যারটি। প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যারটি নামিয়ে নিন তারপর সিরিয়াল কি দিয়ে সফটওয়্যারটি একটিভ করে ফেলুন। এবার সফটওয়্যারটি অপেন করুন। নিচের মত দেখবেন...........
এবার আপনি start scan এ ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর নিচের মত দেখবেন.......
আমি আর কিছু বলবোনা আপনি নিজেই দেখুন আপনার কোন কোন ড্রাইভারটি আপডেট প্রয়োজন। অথবা ইচ্ছে করলে আপনি update all এ ক্রিক করতে পারেন সে ক্ষেত্রে আপনার কোন কোন ড্রাইভারের আপডেট প্রয়োজন তা নিজে নিজে খুজে বের করে আপডেট করে নিবে।
তো বন্ধুরা তাহরে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন........................
No comments:
Post a Comment