55

Search This Blog

Friday, 11 December 2015

উইন্ডোজ স্টার্টআপের সময় বিরক্তিকর ডিস্ক চেকিং বন্ধ করে দিন খুব সহজে। আর কম্পিউটার অপেন করুন আরও দ্রুত।

কথা বাড়াবোনা, মূল কথায় আসা যাক। আমরা (যারা এই সমস্যায় আছেন তাদের ব্যপারে বলছি) প্রায়ই এই সমস্যায় পড়ে থাকি যে যখনি কম্পিউটার অপেন করতে যাব তখনি কালো একটি স্ক্রিন আমাদের সামনে ভেসে উঠে যাকে বলে ডিস্ক চেকিং যা কম্পিউটার অপেন করতে অনেক সময় লাগিয়ে দেয়।
তাই আজকে দেখাবো কিভাবে উইন্ডোজ স্টার্টআপের সময় অটো ডিস্ক চেক অপশন বন্ধ করে পিসিকে করে তুলবেন আরও দ্রুতময়, তাহলে শুরু করা যাক।  Run এ গিয়ে লিখুন regedit তারপর এন্টার চাপুন। নিচের মত দেখবেন........
তারপর HKEY_LOCAL_MACHINE এ ডাবল ক্লিক করুন। তারপর নিম্মে আমার দেখানো পথ অনুসরণ করুন...
SYSTEM>Current control set>Control>Session Manager. মনে রাখবেন প্রতিটি টেব ডাবল ক্লিক করে অপেন করতে হবে। সর্বশেষ Session Manager এ ডাবল ক্লিক করার পর নিচের মত দেখবেন.......
এবার আপনি Bootexecute এ ডাবল ক্লিক করুন, নিচের মত দেখবেন.............
এখানে Value data এর মধ্যে autocheck autochk এর পর যে কোডগুলো দেখতেছেন তাহাই হলো আপনার হার্ড
ড্রাইভের প্রতিটি ড্রাইভ চেকিং করার কমান্ড। এখন আপনি  autocheck autochk এর পর যে কোডগুলো আছে সেগুলো ডিলেট করে দিয়ে ok করুন। ব্যাস আপনার কাজ শেষ, এবার পিসি Restart করে দেখুন উল্লিখিত সমস্যাটি আর নেই।  (বিঃ দ্রঃ এখানে যে /k:c /k:d /k:e /k:f /k:g /k:h দেখতেছেন তা হলো প্রতিটি ড্রাইভের name letter. এখানে আমার পিসির ড্রাইভের letter গুলো দেখাচ্ছে। তেমনভাবে আপনার পিসিতে যতগুলো ড্রাইভ আছে শুধু সেগুলোরই letter দেখাবে) আশা করি বুঝতে আর সমস্যা হওয়ার কথা না। তারপরও না বুঝলে টিউমেন্ট করে জানাতে পারেন।
তাহলে আজকের মত বিদয়ায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন........

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com