সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের টিউন আশা করি সবার ভাল লাগবে। অনেক দিন যাবৎ কিছু লিখিনি কেন জানি মনও সায় দিচ্ছিলনা যদিও মনের অনেক বাধা বিপত্তি দূরে ঠেলে দিয়ে আজ লিখতে বসে গেলাম।
ভাবলাম হয়ত লিখাটি শেষ করতে পারবোনা কিন্তু আল্লাহর অশেষ রহতে অবশেষে শেষ করে ফেললাম। এবার মূল কথা বলা যাক, শিরোনাম দেখেই বুঝে ফেলেছেন যে আজকের বিষয়টি খুব গুরুত্ব দেওয়ার মত কিছু নয় তারপরও বর্তমান চাকুরীর বাজারে বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতার পাশাপাশি একটি সুন্দর জীবন বৃত্তান্তেরও আশা করে থাকে। যে জীবন বৃত্তান্তের নমুনাটিই প্রার্থীকে বিবেচনায় নিতে আরেকটু বাড়তি আকর্ষনীয় করে তোলে। তা ছাড়া বিয়ে শাদিও একটি বড় ব্যপার যেখানে একটি সুন্দর জীবন বৃত্তান্তের কোন বিকল্প হতে পারে না। আপনি পাত্র হোন বা পাত্রি অপর পক্ষের কাছে সর্ব প্রথম আপনার সুন্দর জীবন বৃত্তান্তটিই আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করবে। তাই বলতে বাধ্য হচ্ছি হয়তো আপনার এখনি কোন জীবন বৃত্তান্তের প্রয়োজন হচ্ছে না কিন্তু নিকট ভবিষ্যতে অচিরেই আপনার প্রয়োজন হবেই। আমি আজ আপনাদের নিকট দশটি জীবন বৃত্তান্তের ফরমেট শেয়ার করব যা আপনাদের একশ পার্সেন্ট ভাল লাগবে বলেই আশা ব্যক্ত করলাম। তাহলে আর দেরি না করে এখনি নামিয়ে নিন ফরমেটগুলো আর নিজের মত করে সাজিয়ে নিন আপনার জীবন বৃত্তান্তটি। ডাউনলো করতে এখানে ক্লিক করুন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সূস্থ্য থাকুন আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন
Dear Author, Bismilla E golod. Title ar description a projukti banan vul. Taratari thik koren. Ok ???
ReplyDeleteভাই অসংখ্য ধন্যবাদ ভূলটি ধরিয়ে দেওয়ার জন্য। আসলেই খেয়ালই করিনি এত বড় একটা ভূল করে বসে আছি।
ReplyDelete