55

Search This Blog

Wednesday, 20 April 2016

গ্রামীন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটকসহ আপনার সবগুলো অপারেটর আপনি নিজেই নিয়ন্ত্রন করুন। রিচার্জ তথ্য, কল লিস্ট ডিটেইলস, এফ এন এফ সহ যাবতীয় সবকিছু অন-লাইনের মাধ্যমে বিনা খরচে এবং খুব সহজে।

সবাইকে শুভেচ্ছ জানিয়ে শুরু করলাম আজকের মজার এবং খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের অবশ্যই ভাল লাগবে। এখন থেকে আপনাকে আর কাস্টমার কেয়ারে যেতে হবে না। অন্তত 95% কাজ আপনি নিজেই ঘরে বসে অন-লাইনের মাধ্যমে শেষ করে ফেলতে পারবেন। মনে করুন আপনার রয়েছে একটি কম্পিউটার আর একটি নেট কানেকশন তাহলে ধরেই নিতেই পারেন আপনি নিজেই  পুরোপুরিভাবে একটি কাস্টমার কেয়ারের সুবিধা নিয়ে বসে আছেন।

কি না করতে পারবেন এই অন-লাইন সুবিধায়! আপনি কোন তারিখে কত টাকা রিচার্জ করছেন, কত তারিখে কাকে কল দিয়েছেন, কত মিনিট কত বলেছেন, প্রতি কলে কত টাকা খরচ হয়েছে। বিনা পয়সায় এফ এন এফ লিস্ট দেখতে পারবেন। এফ এন এফ এড করা বা ডিলিট করা প্যাকেজ পরিবর্তনসহ যাবতীয় সবকিছু করতে পারবেন একদম বিনা মূল্যে এবং খুব সহজে।
এর জন্য আপনাকে শুধু কাঙ্খিত অপারেটরে রেজিষ্ট্রেশন করে লগ-ইন করতে হবে। তাহলে রেজিষ্ট্রেশনের পালা শুরু করা যাক।
ধরে নিলাম রেজিষ্ট্রেশনের পালা শেষ তাই এবার লগ-ইন এর পালা। লগ-ইন এর লিংক দিতে হবেনা আশা করি। সবাই নিজেই বুঝে নিতে পারবেন।
তারপরও সহজের জন্য আমি লগ-ইন লিংক টাও দিয়ে দিচ্ছি।
তাহলে আজকের মত বিদায়।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। 
ভাল লাগলে অবশ্যই জানাবেন। 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com