55

Search This Blog

Sunday, 16 June 2013

আর দরকার নেই adobe reder এর, নিন foxit reader

সবাই ভাল আছেন আশা করি, কথা না বিরিয়ে মুল কথা বলে ফেলি। অনেকদিনতো এডোবি রিডার ব্যাবহার করলেন
pdf ফাইল পড়ার জন্য। এবার একটি নতুন রিডার নিয়ে নিন, মোট কথা চরম একটি রিডার যাকে বলে আর কি!
এতদিনতো এডোবি রিডার দিয়ে পড়েই
গেছেন শুধু, কখনও কি ভাবছেন যে pdf ফাইলটির সাথে নিজের ইচ্ছে মত
কিছু এড করবেন? হাঁ আজ আপনাদের জন্য নিয়ে এলাম চরম একটি foxit reader, কি নেই এতে? আপনি চাইলে
pdf ফাইলটির যে কোন জায়গায় নিজের কিছু লিখে দিতে পারবেন, সুন্ধর একটি কমেন্টস বক্সে আপনার কমেন্টস
এড করে রাখতে পারবেন, চাইলে যে কোন জায়গায় আপনি আপনার ছবিও এড করে রাখতে পারবেন, pdf ফাইলটির
যে কোন জায়গায় আপনি আপনার signature ও করে দিতে পারেন ( কি বোর্ডে টাইপ করে নয়, একদম কলমের মত
মাউস ঘুরিয়ে ঘুরিয়ে draw করে signature করতে পারবেন) সবচেয়ে মজার ব্যাপার হল আপনি চাইলে এটি আপনাকে
পড়েও শুনিয়ে দিবে, এ ছাড়া আরও অনেক অনেক ফিচার রয়েছে যে গুলো সব বলা সম্ভব নয়, ইন্সটল করে আপনিই খুজে নিবেন।
ওহ! শুধু বকবকই করে যাচ্ছি অথচ download link টাই দিলাম না। না আর বকবক নয়, এবার সফটওয়ারটি এখান থেকে
নিয়ে নিন। তারপর c drive থেকে adobe reader টি রিমুভ করে দিয়ে foxit reader টি ইন্সটল করে দিন।
এবং উপভোগ করতে থাকুন অসাম অসাম ফিচার গুলো……।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, আর ভাল লাগলে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু……………………………………

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com