55

Search This Blog

Sunday, 16 June 2013

নিজের ছবি দিয়ে নিজেই তৈরি করুন হাই কোয়ালিটির animated ওয়ালপেপার, চরম একটি সফটওয়্যার (না দেখলে মিস)

বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এখনও ভাল আছি। কয়েকদিন পরেই আবার
হাজির হয়ে গেলাম আপনাদের দরবারে। সাথে মজার একটি সফটওয়ারও উপহার আনলাম আপনাদের জন্য। মোটামুটি আমরা সবাই
পিসিতে ভাল ভাল ওয়ালপেপার ব্যাবহার করে থাকি, আর animated
ওয়ালপেপার গুলোর চাহিদাতো চরম আকারের।
ওয়ালপেপার সাধারনত আমরা নেট থেকে download করে ব্যাবহার করে থাকি। এখন যদি নিজের তৈরি করা ওয়ালপেপার ব্যাবহার
করা যায় তাহলে কেমন হয় তাও আবার animated…………..।
হাঁ এবার নিজেই তৈরি করুন হাই কোয়ালিটির animated ওয়ালপেপার, তার জন্য প্রথমে এখানে ক্লিক করে সফটওয়ারটি নামিয়ে নিন।
তারপর সফটওয়ারটি extract করে ইন্সটল করে ফেলুন, এবার desktop থেকে short-cut আইকনে ডাবল ক্লিক করে ওপেন করুন,
তারপর create new project এ ক্লিক করুন, নিচের মত দেখবেন……………………………………………………

(১) কাল দাগ দেওয়া জায়গায় ক্লিক করে আপনি আপনার ফাইল অর্থাৎ আপনার ছবি add করুন।
(২) নিল রঙ দিয়ে মার্ক করা জায়গায় (add animation) ক্লিক করে আপনার পছন্ধের animation এড করুন।
(৩) লাল রঙ দিয়ে দাগ দেওয়া animation নামে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেখানে আপনার এড করা animation গুলোর লিস্ট দেখাবে,
কোন animation যদি আপনার কাছে ভাল না লাগে তাহলে বক্সের ভিতরেই বাম পাশে যে লাল রঙের ক্রস চিহ্নটি আছে সেটাতে ক্লিক করে
animation  টি রিমুভ করে দিতে পারেন।
(৪) animation এড করার পর হলুদ দাগ দিয়ে চিহ্নিত (no effect) জায়াগা থেকে চরম effect গুলো থেকে যে কোন একটি যেটা আপনার পছন্ধ হয়
সেটা সিলেক্ট করে দিন।
(৫) নিচে সবুজ রঙ দিয়ে চিহ্নিত (sound effects) জায়গা থেকে আপনার যে কোন একটি পছন্ধের গান বা সাউন্ড এড করে দিন।
(৬) এবার বেগুনী রঙ দিয়ে চিহ্নিত (create) জায়গায় ক্লিক করুন, নিচের মত দেখবেন…………………… (তার আগে preview দেখে নিতে পারেন)

এবার আপনি build and save a standalone animated wallpaper (.exe) সিলেক্ট করে ok করুন, তারপর যেখানে চান
সেখানে save করে ফেলুন।
আমি আমার নিজের তৈরি করা animated ওয়ালপেপারগুলো আপনাদেরকে দেখাতে পারলে অনেক ভাল হত! কিন্তু আমার দুর্ভাগ্য যে
আপনাদেরকে আমার ওয়ালপেপারের লিঙ্কগুলো দিতে পারছিনা, কারন আমি যে শেয়ারিং সাইট ব্যাবহার করি অর্থাৎ mediafire
upload করতে পারতেছিনা, শুধু বার বার error দেখায়। so আমাকে ক্ষমা করবেন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। এবং পোস্টটি আপনাদের ভাল লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com