55

Search This Blog

Sunday 6 March 2016

রমিজ রাজা কি আসলেই বিতর্কিত? রমিজ রাজা কখনই বিতর্ক করেননি। এটা ছিল দেশ প্রেম বা ভাষার প্রতি গভীর ভালবাসা।

ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ শেষে সেদিন রমিজ রাজা প্রাইজ অনুষ্ঠানে আফ্রিদির সাথে উর্দুতে কথা বলেছিল (ইংরেজী জান সত্তেও) তাই আমাদের বাংলাদেশী মিডিয়াগুলোর লেজে গোবরে এক সাথে করে ফেলা সমালোচনা দেখে একটু অবাক হলাম।
এটা হলো দেশ প্রেম বা ভাষা প্রীতি বলতে পারেন। আমাদের মিডিয়াগুলো যদি সিম্পল জিনিষটা না বুঝতে পারেন তাহলে ওদের সাংবাদিকতা যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। অবশ্য মিডিয়ার দোষ দিয়ে কি লাভ! আমাদের সংস্কৃতিটাইতো এমন নিজের আত্ব-অহংবোধ ভুলে গিয়ে বিদেশীরা বা পশ্চিমারা কি করছে, কি বলছে বা কি খাচ্ছে তার অনুকরণটাই বেশী প্রিয়। সাধেতো আমাদেরকে nation of root less বলা হয়না। আমরাতো নিজের মাতৃভাষা ভূলে গিয়ে ইংরেজীতে কথা বলতে পারাতেই বেশী আনন্দবোধ করি (আমাদের অনেক বাঙ্গালী মা কে দেখলাম তাদের বাচ্চারা বাংলাতে কথা বলতে পারেনা ইংলিশ বলতে পারে তাতেই তাদের অহংকার)। আরে ভাই যদি সমালোচনা করতেই হয় তাহলে তাবৎ বিশ্ব মাত করে বেড়ানো ফুটবলার মেসি,নেইমার,রোনাল্ডো বা লুই সুয়ারেজদের করুন না কই তারাতো কখনও নিজের ভাষা ছাড়া ইংলিশে কথা বলতে দেখিনি। হোক সেটা আন্তর্জাতিক ভাষা কিন্তু নিজের আত্ত্ব মর্যাদা কিংবা নিজেদের ভাষার প্রতি গভীর আবেগ আন্তর্জাতিক ভাষা থেকে হাজারগুনে বেশী সম্মান পাওয়ার যোগ্য।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Flying Twitter Bird Widget By bdtechzone.com